সংবাদমাধ্যমকে চাপ দিচ্ছে পাকসেনাঃ রিপোর্ট

ইসলামাবাদ, ১৩ সেপ্টেম্বরঃ পাকিস্তানে সাংবাদিকদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ দিচ্ছে সেনাবাহিনী। ভয় দেখানো হচ্ছে তাঁদের। বিরুদ্ধ মত প্রকাশ পাবে, এমন রিপোর্টিংয়ের ক্ষেত্রে চাপ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের সুরক্ষা সংক্রান্ত একটি কমিটির রিপোর্টে এমনই তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে সংবাদমাধ্যমকে চাপ দিচ্ছে সেনা।
একসময়ে পাকিস্তান সেনাশাসনে ছিল। তখন সাংবাদিক, সম্পাদক সবাইকেই চাপের মধ্যে থাকতে হত। ওই সময় বহু সংবাদপত্র বন্ধও হয়ে গিয়েছিল। ঠিক তেমনই খারাপ পরিস্থিতি চলছে এখন। সাংবাদিক হত্যা কমলেও সংবাদমাধ্যমের উপর নজরদারি বাড়িয়েছে সামরিক ও গোয়েন্দাবাহিনী। বাড়ছে ভয় দেখানোর ঘটনাও।  একাধিক সাংবাদিকের বয়ান তুলে ধরে একথা বলা হয়েছে রিপোর্টে। সম্প্রতি ইসলামাবাদে এক সাংবাদিককে বেদম প্রহার করা হয়েছিল। করাচিতেও আক্রান্ত হয়েছিলেন এক সাংবাদিক। দুটি ক্ষেত্রেই জড়িত ছিল নিরাপত্তাবাহিনী। তবে তারা এসেছিল অসামরিক পোশাকে। তবে, সেনাবাহিনী সংবাদমাধ্যমকে চাপ দেওয়ার কথা স্বীকার করেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CTBu0e

September 13, 2018 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top