এশিয়া কাপের সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবার ৬টি দল নিয়ে ওয়ানডে ফরম্যাটের এই আসরটি বসবে আরব আমিরাতে। আগামী ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের প্রথম ম্যাচেই দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারই প্রথম বারের মতো ৬টি দল নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে শুরু হবে এই আসরটি। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাই বলা যায়, বাংলাদেশ একটু কঠিন গ্রুপেই পড়েছে। অন্যদিকে, দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে এ গ্রুপে। শক্তিশালী এই দুদলের গ্রুপ সঙ্গী আসবে বাছাই পর্বের বাধা পেরিয়ে। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া ও হংকং এর মধ্যে হবে বাছাইপর্বে। এদের মধ্য থেকে সেরা দলই হবে ভারত-পাকিস্তানের গ্রুপ সঙ্গী। ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে। এর আগে, এশিয়া কাপের সর্বশেষ তিন আসরই হয়েছিল বাংলাদেশে। এর আগে ওয়ানডে ফরম্যাটের ফাইনালে গিয়েও পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া আসরে ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। এই টুর্নামেন্টটি ২০১৬ সালের আগে শুধু ওয়ানডে ফরম্যাটেই হয়ে আসছিল। কিন্তু, সেবার থেকে ঠিক হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হলে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে আর ওয়ানডে বিশ্বকাপের আগে হলে ওয়ানডে ফরম্যাটে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে থাকায় তাই এবার ওয়ানডে ফরম্যাটেই খেলা হবে। এশিয়া কাপের সময়সূচি: গ্রুপ পর্ব: ১৫ সেপ্টেম্বর-১১১১বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই) ১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম কোয়ালিফায়ার (দুবাই) ১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি) ১৮ সেপ্টেম্বর- ভারত বনাম কোয়ালিফায়ার (দুবাই) ১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই) ২০ সেপ্টেম্বর-১১১১বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি) সুপার ফোর: ২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ১১১১(দুবাই) ২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি) ২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই) ২৩ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি) ২৫ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই) ২৬ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি) ফাইনাল: ২৮ সেপ্টেম্বর (দুবাই) প্রসঙ্গত, সবগুলো খেলায় শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LPHIgI
September 02, 2018 at 03:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top