নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বরঃ চরবৃত্তির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল চীনের এক নাগরিক। জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ বছর ধরে চরবৃত্তি চালাচ্ছিল ওই ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম চার্লি পেঙ(৩৯)।
গত ১৩ সেপ্টেম্বর দিল্লির মজনু কা টিলা থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তবে গ্রেফতারের কথা এতদিন পর সামনে আনল দিল্লি পুলিশ।
ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং ভারতীয় মুদ্রায় সাড়ে তিন লক্ষ টাকা। ভারতীয় মুদ্রা ছাড়াও চার্লির কাছে ছিল ২০০০ মার্কিন ডলার এবং ২০০০ টাকা মূল্যের থাই মুদ্রা। এছাড়া গুরুগ্রামে চার্লির বাড়ি থেকে আপত্তিকর অনেক নথি এবং একটি এসইউভি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই বাড়িতেই ছিল চার্লির অফিস। সেখানে সে বৈদেশিক মুদ্রার ব্যবসা করত। কিন্তু এ সবই ছিল চোখে ধুলো দেওয়ার জন্য।
এই সময় সে দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছে। তবে সবচেয়ে বেশি গিয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এর মধ্যেই এক ভারতীয় মেয়েকে বিয়ে করে মণিপুর থেকে ভারতের পাসপোর্টও পেয়েছিল সে। আপাতত সে পুলিশের হেপাজতে এবং তাকে দফায় দফায় জেরা করছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nw3mMG
September 21, 2018 at 05:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন