জাপান ওপেনে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, শ্রীকান্ত, প্রণয়

টোকিও, ১১ সেপ্টেম্বরঃ জাপান ওপেনে জাপানের সায়াকা তাকাহাসিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৭, ৭-২১, ২১-১৩। দ্বিতীয় রাউন্ডে সিন্ধু খেলবেন চীনের ফানজি গাওয়ের বিরুদ্ধে।

পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত। তিনি ২১-১৩, ২১-১৫ পয়েন্টে হারান চীনের জুয়াং হুয়াংকে হারিয়ে। এবার শ্রীকান্তের সামনে হংকংয়ের উইং কি ভিনসেন্ট ওং।
দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন এইচএস প্রণয়ও। তিনি হারিয়েছেন এশিয়ান গেমসের সোনাজয়ী জোনাথন ক্রিস্টিকে। প্রথম রাউন্ডে প্রণয় জিতেছেন ২১-১৮, ২১-১৭ ফলে।
জাপান ওপেনে প্রথম ম্যাচে দ্বিতীয় গেমে হারলেও তৃতীয় গেমে নিজেকে সামলে নেন সিন্ধু। একাধিপত্য রেখে জিতেছেন শ্রীকান্ত। তবে প্রথম ম্যাচেই শ্রীকান্ত হারিয়ে দন এশিয়াডের সোনাজয়ীকে। ‌

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x5eCEY

September 11, 2018 at 06:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top