জম্মু, ৯ সেপ্টেম্বরঃ ফের শিরোনামে কাঠুয়া। ফের সেই যৌন নির্যাতনের অভিযোগ। এবার অনাথ আশ্রমে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় এক ধর্মযাজককে গ্রেফতার করল পুলিশ। আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে ১৯ জন শিশুকে। সম্প্রতি কয়েকজন শিশুর মারফত পুলিশের কাছে খবর আসে,অনাথ আশ্রমের ধর্মযাজক তাদের ওপর নির্যাতন করেন। অভিযুক্ত ধর্মযাজক অ্যান্টনি থমাসের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তিনি। প্রশাসন সুত্রে খবর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মুর বিভিন্ন অঞ্চল থেকে আসা এই ১৯ জন শিশুর প্রত্যেকেরই বয়স ৫ থেকে ১৬র মধ্যে। এই মুহূর্তে তাদের সরকার পরিচালিত একটি আশ্রম এবং নারী নিকেতনে স্থানান্তরিত করা হয়েছে। কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট শ্রীধর পাতিল জানান, অভিযোগের ভিত্তিতে ওই আশ্রমে অভিযান চালানো হয়। থমাস পুলিশকে কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। ওই শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wX06z7
September 09, 2018 at 12:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন