পরিবেশ রক্ষায় নারীদের করণীয় শীর্ষক মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ রক্ষায় নারীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সাধারণ পাঠাগারে এ মতবিনিময় সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ।
সেভ দ্য নেচারের সমন্বয়কারীয় ফয়সাল মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী রবিউল হাসান ডলার, সমন্বয়কারী তাসরিন সুলতানা, অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন, মৌসুমী সারা, তাজরিনা খাতুন, শামুসন্নাহার, সৈয়দা তাবাসসুম আম্বিয়া, কাউসারী জাহান প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামরুজ্জামান, ফারজানা জেসমিন মিতালী, কায়সার ইমাম, সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় নারীদের অংশগ্রহনমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় নারীরা নানামূখি ভূমিকা রাখছেন নারীরা। এই ভূমিকা আরো জোরালো করতে হবে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে প্রাকৃতি পরিবেশ রক্ষা করতে হবে বলেও মত দেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৯-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2Nr3NHn

September 07, 2018 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top