মৌসুমের প্রথম হোঁচটটা পেলো বার্সেলোনা। রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে ২-২ গোলে আটকে গেলো ব্লাউগ্রানারা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি মুখ থুবড়ে পড়তে পারত। ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টাইন মহাতারকার গোলে বার্সা এগিয়ে গিয়েছিল। ৩৫তম মিনিটে খেলা ফ্রেঞ্চ ডিফেন্ডার ক্লিমোন্ট লেঙ্গলেট লাল কার্ড দেখার পর দশ জনে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। বড় এই সুযোগ পেয়ে গোল শোধ করতে ঝাঁপিয়ে পড়ে সফরকারীরা। বিরতির ঠিক আগ মুহূর্তে জিরোনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান স্তুতি। হাফ টাইমে ১-১ গোল নিয়ে মেসিরা মাঠ ছাড়েন। ফিরে এসে ফের গোল হজম করতে হয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। ম্যাচের ৫১ মিনিটের মাথায় উরুগুয়ান ফরোয়ার্ড স্তুতি দ্বিতীয় গোল করে এগিয়ে যায় জিরোনা। যদিও ম্যাচের ৬৩তম মিনিটে পিকের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর জয় পাওয়ার জন্য গোল করতে মেসিরা প্রায় আধঘণ্টা সুযোগ পেয়েছিলেন। কিন্তু না, একের পর আক্রমণ আটকে যায় জিরোনার মজবুত ডিফেন্সে। জিরোনা কাউন্টার অ্যাটাক থেকে গোল পাওয়ার মুখে চলে গিয়েছিল। এই ম্যাচে পয়েন্ট হারিয়েও ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। একই পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আরএস/ ২৪ সেপ্টেম্বর তথ্যসূত্র: আরটিভি অনলাইন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DpayWv
September 24, 2018 at 09:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন