নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বরঃ ডলারের তুলনায় পড়েই চলেছে টাকার দাম। প্রতিদিনই বাড়ছে পেট্রপণ্যের দামও। যার প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতিতে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার শীর্ষস্তরের এক জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল এবং অন্য সরকারি আধিকারিকরা। বৈঠকে আলোচনা হতে পারে এনআরআই বন্ড নিয়ে। এনিয়ে আরবিআই-এর মতামত জানতে চাইতে পারে কেন্দ্র। চলতি অর্থবর্ষের ত্রৈমাসিকে এনআরআই বন্ড চালু করা যায় কি না তা জানতে চাওয়া হতে পারে সেন্ট্রাল ব্যাংকের কাছে।
টাকার মূল্য ডলার প্রতি ৭৩ টাকা ছাপিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রল ও ডিজেলের দামও বাড়ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কেন্দ্রের ওপর ক্রমাগত চাপ বাড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বাম দলগুলি। দেশের বিভিন্ন প্রান্তে তার কমবেশি প্রভাব পড়ে। এই পরিস্থিতিতেই বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x7x3bS
September 13, 2018 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন