নটিংহাম, ০৪ সেপ্টেম্বর- ইংলিশদের বিপক্ষে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ হাতছাড়া ভারতের। ৬০ রানে হার। ২৪৫ রানের লক্ষ্যের সামনে বিরাটদের গুটিয়ে যাওয়া মাত্র ১৮৪ রানে। দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ড। দুটি সিরিজেই জয়ের কাছ থেকে ভারতকে হারতে হয়েছে। অবশেষে সত্যিটা মেনে নিলেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি বলেন, স্কোরবোর্ডের দিকে তাকালে দেখা যাবে ৩০-৫০ রান পিছনে থাকছি আমরা। কিন্তু আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলায় আরও নজর দিতে হবে। আমরা ভাল খেলছি। কিন্তু হেরে যাওয়ার পর ভাল খেলার আর দাম থাকে না। আমাদের ম্যাচ শেষ করে আসাটা শিখতে হবে। নাহলে এভাবেই ভরাডুবি হবে। যোগ্যতা রয়েছে। লক্ষ্যের কাছে যাচ্ছি। কিন্তু জিততে পারছি না। চাপটাই ধরে রাখা যাচ্ছে না। বিরাট বলেন, ম্যাচের রাশ যখন নিজেদের হাতে। তখন প্রতিপক্ষকে আরও চেপে ধরতে হবে। বিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেওয়া যাবে না। কিন্তু সেটাই বারেবারে হচ্ছে। নটিংহ্যামে তিনদিন আমরা কর্তৃত্ব করেছি। কিন্তু চতুর্থদিন খারাপ খেলে হেরে গেলাম। এই বিষয়টা বন্ধ করতে হবে। লম্বা সিরিজে অবশ্য প্রত্যাবর্তনের সুযোগ থাকে। আমরা চেষ্টাও করেছিলাম। কিন্তু হল না। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ০৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PvXIqD
September 04, 2018 at 02:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন