আবু ধাবি, ২৭ সেপ্টেম্বর- বলা যায় এই টুর্নামেন্টে বাংলাদেশের তিনি পাদপ্রদীপের আড়ালে থাকা নায়কদের একজন। শ্রীলঙ্কার সঙ্গে বিপর্যয়ের সময় মুশফিককে সঙ্গ দিয়েছিলেন। কাল পাকিস্তানের সঙ্গে বাঁচামরার ম্যাচেও মুশফিকের সঙ্গে গড়লেন ম্যাচ বাঁচানো জুটি। ফাইনালেও সেই আত্মবিশ্বাসটা নিয়ে যেতে চান মোহাম্মদ মিঠুন। চান সাকিব-তামিমের অভাব পূরণ করতে। কাল ম্যাচ শেষে আবু ধাবিতে গাজী টিভির মুখোমুখি হয়েছিলেন মিঠুন। সেখানেই বললেন, ফাইনালের আগে বাংলাদেশ আত্মবিশ্বাসী, অবশ্যই চাইবো চ্যাম্পিয়ন হতে। এর আগে দুইবার হয়নি, আবার সুযোগ এসেছে। ভারত অনেক ভালো দল, ওরা আমাদের চেয়ে এগিয়ে থাকবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ভাগ্য সহায় হলে আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ভালো করলে ভালো কিছু হতে পারে। তামিম ও সাকিবের অভাব পূরণ করা কঠিন, সেটা মেনেও মিঠুন মনে করিয়ে দিচ্ছেন, তামিম, সাকিব বিশ্বের সেরাদের দুইজন। উনাদের অভাবটা পূরণ করার চেষ্টা করব। তামিম ভাই থাকলে ওপর থেকে ভালো শুরু হতো। দুজনকেই অনেক মিস করছি, তারপরও আমরা চেষ্টা করবো নিজেদের কাজটা করার। প্রসঙ্গক্রমে উঠে এলো মুশফিকের সঙ্গে কালকের ম্যাচের জুটির কথা। মিঠুন বললেন, ওখান থেকে উইকেট পড়লে বড় রান করা কঠিন হয়ে যেত। আমরা চেয়েছি টাইম নিতে, কোনো ঝুঁকি না নিয়ে কীভাবে বড় শট খেলা যায়। মুশফিক ভাইয়ের ইনিংস অবিশ্বাস্য, ভাগ্য খারাপ যে এক রানের জন্য সেঞ্চুরি হয়নি। আমি ওই সময় রিস্কি শট না খেলে আরও বড় করতে পারলে টোটাল ভালো হতো। নিজে এশিয়া কাপে দুইটি ফিফটি পেলেন। ফাইনালে মিঠুন কী করতে চাইবেন? বাংলাদেশের এই ব্যাটসম্যানের উত্তর, এক দিনের মধ্যে খুব বেশি কিছু চেঞ্জ করা সম্ভব না। আজকের ম্যাচের আত্মবিশ্বাসটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো, চেষ্টা করবো ভুলটা না করার। সূত্র: সারাবাংলা এমএ/ ১১:৪৪/ ২৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QeDr99
September 28, 2018 at 05:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন