আবু ধাবি, ২৬ সেপ্টেম্বর- এশিয়া কাপের সুপার ফোরের সবশেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। দলীয় ১২ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন মুশফিক-মিঠুন। এ রিপোর্ট লেখা অবধি, উইকেটে অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৭৯) এবং ইমরুল কায়েস (৬)। যারা জিতবে ভারতের বিপক্ষে তাদের ফাইনালে নামতে হবে। আবুধাবিতে সেমি ফাইনালের তকমা পাওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওপেনিংয়ে নামেন লিটন দাস এবং সৌম্য সরকার। ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত কোনো রান না করেই বিদায় নেন সৌম্য। জুনাইদ খানের বলে ফখর জামানের হাতে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন সৌম্য। দলীয় ৫ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়। দলীয় ১২ রানের মাথায় শাহিন আফ্রিদির বলে মুমিনুল হক (৫) বোল্ড হন। স্কোরবোর্ডে আর কোনো রান না উঠতেই ফেরেন আরেক ওপেনার লিটন দাস (৬)। জুনাইদ খানের বলে বোল্ড হন তিনি। এরপর দারুণ একটি জুটি গড়েন মুশফিক-মিঠুন। স্কোরবোর্ডে তারা যোগ করেন ১৪৪ রান। ইনিংসের ৩৪তম ওভারে হাসান আলির বলে তারই হাতে ক্যাচ তুলে দেন মিঠুন। তার আগে ৮৪ বলে চার বাউন্ডারিতে ৬০ রান করেন মিঠুন। দলীয় ১৫৬ রানের মাথায় বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। সাকিব আল হাসান হাতের ইনজুরিতে এই ম্যাচে খেলবেন না। ওপেনার নাজমুল হোসেন শান্তর জায়গায় এসেছেন সৌম্য সরকার। স্পিনার নাজমুল হোসেন অপুর জায়গায় নেওয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। সাকিবের জায়গায় এসেছেন মুমিনুল হক। এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল গতবারের রানার্সআপ বাংলাদেশ। পরে আফগানিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল মাশরাফির দলকে। সুপার ফোরে ভারতের বিপক্ষে পরাজয়ের পর টুর্নামেন্টে টিকে থাকাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টাইগারদের সামনে। আফগানদের সুপার ফোরের ম্যাচে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখে মুশফিক-সাকিবরা। পাকিস্তানের বিপক্ষে আজ জিতলেই গতবারের মতো ফাইনালে ভারতের বিপক্ষে নামবে লাল-সবুজরা। এদিকে, গ্রুপপর্বে অপেক্ষাকৃত দুর্বল দল হংকংকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের মিশন শুরু হয়। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারতে হয় বড় ব্যবধানে। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেয় সরফরাজ-শোয়েব মালিকরা। অন্য ম্যাচে ভারতের বিপক্ষে আরেকবার বড় ব্যবধানের পরাজয় মেনে নেয় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আজ জিতলে পাকিস্তান ফাইনালে আবারো ভারতের মুখোমুখি হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। আর ম্যাচটি দেখতে ভিজিট করুন: https://ift.tt/2xIusbY বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেন। পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, বাবর আজম, ফখর জামান, ইমাম উল হক, হাসান আলি, জুনাইদ খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি এবং শাদাব খান। সূত্র: সারাবাংলা এমএ/ ০৮:১১/ ২৬ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xSHlgv
September 27, 2018 at 02:19AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.