ঢাকা, ৩০ সেপ্টেম্বর- রবীন্দ্র সংগীত ও আধুনিক বাংলা গানের প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম। এমন খবরে মুষড়ে পড়েছেন তার আত্মীয়-স্বজন সহ বাংলা সংগীত জগতের মানুষেরা। ফুসফুসে সংক্রমণ রয়েছে প্রবীণ শিল্পী দ্বিজেন মুখার্জীর। সেই সাথে শ্বাসকষ্ট ও বুকে ব্যথাও অনুভব করছেন। শনিবার তা তীব্র হলে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার বর্তমান অবস্থা জানিয়ে চিকিৎসকরা তাকে সঙ্কটাপন্ন বলেই মন্তব্য করলেন। বহুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন দ্বিজেন। এমনকি কথাও বলতে পারছিলেন না। তার বর্তমান অবস্থাকে আশঙ্কাজনক উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ এই শিল্পীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ফুসফুসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার প্রতিরোধ করার চেষ্টা চলছে। ১৯২৭ সালের ১২ নভেম্বর জন্ম গ্রহণ করেন দ্বিজেন। গত ছয় দশক ধরে বাংলা গানের জগতে রাজ করছেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার গলার মিল খুঁজে পেতেন অনেকে। সলিল চৌধুরীর সুরে তার কয়েকটি গান বিশেষ জনপ্রিয়তা লাভ করে। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন এবং ২০১১ সালে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন। বর্তমানে তার বয়স ৯১ বছর। বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই শিল্পী। এমএ/ ০২:১৭/ ৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nd890G
September 30, 2018 at 08:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top