জুবা (দক্ষিণ সুদান), ৯ সেপ্টেম্বরঃ মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দক্ষিণ সুদানের একটি নদীর উপর ভেঙে পড়ে বিমানটি। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। বহুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, রবিবার সকালে চার্টাড বিমানটি স্থানীয় জুবা ইন্টারন্যাশানাল বিমানবন্দর থেকে ইরলের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটিতে ২০ জন যাত্রী ছিলেন। হঠাত্ই বিমানটির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই বিমানটির খোঁজ শুরু হয়। স্থানীয় একটি নদীতে বিমানটি ভেঙে পড়ার খবর পেয়ে সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল।
উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে। নদীতে বিমানটি ভেঙে পড়ায় মৃতদেহগুলি উদ্ধারে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তল্লাশি অভিযান চলছে। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oSfnNL
September 09, 2018 at 06:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন