কংগ্রেসের বদলে জনতা কংগ্রেসের সঙ্গে জোট মায়াবতীর

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বরঃ ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল কংগ্রেস। কংগ্রেসের বদলে অজিত যোগীর ছত্তিশগড় জনতা কংগ্রেসের সঙ্গে জোট বাধার কথা ঘোষণা করলেন মায়াবতী। এদিকে, মধ্যপ্রদেশেও বিএসপি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না বলে জানিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার বহুজন সমাজ পার্টির প্রধান জানিয়েছেন, ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৩৫টি আসনে প্রার্থী দেবে বসপা এবং ৫৫টি আসনে প্রার্থী দেবে ছত্তিশগড় জনতা কংগ্রেস। তিনি ঘোষণা করেন, বিধানসভা ভোটে জিতলে মুখ্যমন্ত্রী পদে বসবেন অজিত যোগী।
উল্লেখ্য, ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরে নিজের দল জনতা কংগ্রেস ছত্তিশগড় গড়েন।
অজিত যোগী এদিন জোটের সমর্থনে জানান, ‘গত ১৫ বছর ধরে ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে বিজেপি। মায়াবতী ও আমার দল একজোট হয়ে বিজেপি-কে রুখে দেব।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QKh50m

September 20, 2018 at 08:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top