কলকাতা, ২০ সেপ্টেম্বরঃ মোটরবাইক কিনতে গেলে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক, পরিবহণ দপ্তরের উপদেশমূলক বিজ্ঞপ্তির অংশবিশেষের উপর গত মঙ্গলবার নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার রাজ্য সরকার আপিল মামলা করল ডিভিশন বেঞ্চে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার শুনানি রয়েছে। ফলে মোটরবাইক বিক্রেতা সংস্থাগুলি ফের আইনি জটিলতার মুখোমুখি হতে চলেছে আদালতে।
গত ২৮ জুন রাজ্যের পরিবহন দপ্তর একটি উপদেশমূলক বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরবাইক কিনতে গেলে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরিচয়পত্র সহ বিভিন্ন নথিপত্র দেখাতে হবে। এছাড়া নাবালকরা মোটরবাইক কিনতে গেলে তার সঙ্গে বাবা, মাকে থাকতে হবে এবং তাদের সমর্থন থাকতে হবে। আর সাবালকদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকলে দুচাকার যান কেনা যাবে না।
২৮ জুনের ওই বিজ্ঞপ্তির কিছু অংশকে চ্যালেঞ্জ জানিয়ে, ‘সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ সহ কয়েকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ওই বিজ্ঞপ্তি জারির ফলে তাদের ব্যবসা মারাত্মক মার খাচ্ছে বলে তাদের দাবি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OGVjtb
September 20, 2018 at 10:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন