আবু ধাবি, ২৭ সেপ্টেম্বর- পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন রূপকথার জয়ে স্বস্তির সুবাতাস বইছে টাইগার শিবিরে। তবে বাংলাদশের অধিনায়ক সন্তুষ্টির পাশাপাশি জানালেন অতৃপ্তির কথা, আসলে আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিলাম। চেয়েছিলাম পরিকল্পনা অনুযায়ী খেলতে। সেটা পুরোপুরিভাবে বাস্তবায়ন না হলেও এমন জয়ের পর অব্যশই গর্বিত আমরা। আশা ছিল শেষ পর্যন্ত আরো কিছু রান যোগ হবে; কিন্তু তা হয়নি। ব্যাটিং-বোলিং নিয়ে আরো ভালো করার আশাবাদ জানালেন সামনে, এ ম্যাচে আমরা ভালো খেলেছি। তবে আরো ভালো করার সুযোগ ছিল। তবে সামনে আমাদের ব্যাটিং ও বোলিং নিয়ে আরো কিছু জায়গায় কাজ করতে হবে। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য প্রশংসা করলেন মুশফিকের, মুশি চাপের মধ্যে যে ভেবে ব্যাটিং করেছে তা অসাধারণ ছিল। মুশফিক ও মিথুনের জুটিটা আমাদের ভালো অবস্থানে নিয়ে যায় । সেখান থেকে আরো বড় কিছু করা যেত। আর টপ অর্ডারে আমাদের আরো ভালো ব্যাটিং করতে হবে। এই ম্যাচে ফিল্ডিং ভালো হওয়া নিয়ে বললেন, আজকের ফিল্ডিং নিয়ে আমরা গর্ব অনুভব করছি। তবে সামনেও এটা ধরে রাখতে হবে।শেষে ভারতের বিপক্ষে ভালো করার আশা জানালেন, ভারত অনেক শক্তিশালী প্রতিপক্ষ। ওরা বিশ্বের এক নম্বর দল। ফলে খেলাটা সহজ হবে না। তারপরও দেখা যাক কী হয়, আমরা ভালো কিছুর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qbljgv
September 27, 2018 at 02:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top