দিল্লি, ৩১ অক্টোবর- সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসের পথে শিখর ধাওয়ান। আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধাওয়ানকে খেলতে দেখা যাবে তার প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ধাওয়ান দিল্লিতে আসছেন হায়দরাবাদের তিন ক্রিকেটারের পরিবর্তে। বিজয় শঙ্কর, অভিষেক শর্মা ও শাহবাজ নাদিমদের খেলতে দেখা যাবে সানরাইজার্সেন হয়ে। এর আগে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছিল, সানরাইজার্সের সঙ্গে ধাওয়ানের বনি-বনা জমছিল না। বাম-হাতি এই ব্যাটসম্যানকে দক্ষিণ ভারতের দলটি যে অর্থ দেয় তাতে তিনি খুশি নন। ৩২ বছর বয়সী এই তারকা চেয়েছিলেন অরেঞ্জ আর্মি যেন তাকে ধরে রাখে। যদিও চলতি বছর আইপিএল নিলামের আগে ধাওয়ানকে ছেড়ে দিয়েছিল সানরাইজার্স কর্তৃপক্ষ। তবে ৫.২ কোটি রুপিতে ফের ধাওয়ানকে তারা কিনে নেয় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে। অন্যদিকে এমনটাও গুঞ্জন ছিল বলিউড তারকা প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবও ধাওয়ানের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। এই দলটিতে থেকে দ্বিগুণ টাকা পাওয়ার সম্ভাবনাও ছিল তার। তবে শেষ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গেই বড় অঙ্কের চুক্তি হয়ে যায়। এতে আইপিএলের দ্বাদশ আসরে ধাওয়ান নিজের ঘরের দল দিল্লিতেই ফিরছেন বলে জানা গেছে। ২০০৮ সালে আইপিএল শুরু হলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে সুযোগ পান ধাওয়ান। পরের দুই আসরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতান। এরপর ডেকান চার্জাসে যোগ দেন। ২০১৩ থেকে হায়দরাবাদের জার্সিতেই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এই পর্যন্ত ১৪৩টি আইপিএল ম্যাচ খেলেছেন ধাওয়ান। ৩৩.২৬ গড়ে ৪ হাজার ৯৫৮ রান করেছেন এই হার্ড-হিটার ব্যাটসম্যান। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PElUuN
October 31, 2018 at 11:25PM
31 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top