জামুড়িয়ায় স্থানীয়দের সঙ্গে পুজো কমিটির বচসা, আক্রান্ত পুলিশ

পশ্চিম বর্ধমান, ২৩ অক্টোবরঃ দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনে উচ্চস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে পুজো কমিটির সদস্যদের সঙ্গে স্থানীয়দের বচসা। বচসা থামাতে গিয়ে রোষের মুখে পড়তে হল পুলিশকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার শ্রীপুর এলাকায়।

জানা গিয়েছে, সোমবার রাতে দুর্গাপুজোর নিরঞ্জনে উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল পুজো কমিটির সদস্যরা। স্থানীয়রা তার প্রতিবাদ করলে শুরু হয় বচসা। খবর দেওয়া হয় পুলিশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে স্থানীয় কয়েকজন তাঁদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় এক এএসআই সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এরপর অতিরিক্ত পুলিশ, কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PR2Nu8

October 23, 2018 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top