ওটাওয়া, ৬ অক্টোবরঃ কলকাতায় বসেই কানাডায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ফাঁদ পেতেছিল দুই মহিলা। তাদের ফাঁদে পা দিয়েছিলেন শহরের বেশ কিছু যুবক। অভিযোগ, প্রায় ৪০ লক্ষ টাকা উধাও করে গা-ঢাকা দেন দুই মহিলা। শেষ পর্যন্ত বর্ণালী বিশ্বাস ও সুদীপা সাহা নামে ওই দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ওই দুই মহিলা জওহরলাল নেহরু রোডের উপর একটি নামী বহুতলের ১১ তলায় ‘প্লেসমেন্ট’-এর অফিস খুলে বসেছিলেন। বর্ণালী নিজেকে সংস্থার মালিক ও সুদীপা ম্যানেজার বলে পরিচয় দিত। এরপর বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে শুরু করে তারা। কানাডায় আকর্ষণীয় চাকরির টোপ দিয়ে অনেক যুবককে ফাঁদে ফেলে তারা। চাকরিপ্রার্থীদের প্রথমে একটি আবেদনপত্র পূরণ করতে বলা হত। এরপর চাকরিপ্রার্থীদের কাছ ‘প্লেসমেন্ট ফি’ বাবদ প্রায় ৪০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পরই দুই মহিলার কথাবার্তায় পরিবর্তন আসে। অভিযোগ, আবেদনপত্রে ভুল দেখিয়ে চাকরিপ্রার্থীদের কানাডায় পাঠানো সম্ভব নয় বলে জানানো হয়। এরপর যুবকরা টাকা চাইতে গেলেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই দুই মহিলার মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত চালিয়ে দু’জনকেই গ্রেফতার করে। তাঁদের জেরা করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BZ7vBS
October 06, 2018 at 12:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন