বিশ্বকাপের পর নিজেদের তৃতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচেও ফরাসিদের প্রধান ভরসা দলের মেসিয়ানিক তারকা এমবাপ্পে। ২০১৭/১৮ মৌসুম যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে এরইমধ্যে মাত্র ৫ ম্যাচেই ৮ গোল আর ৩ অ্যাসিস্ট করেছেন এই পিএসজি তারকা। তবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে কারণ আগামী সোমবার (১৫ অক্টোবর) উয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ফ্রান্স। মেসির সঙ্গে তুলনা ক্লাব ফুটবলে মেসির অর্জনের ধারেকাছেও নেই এমবাপ্পে। তবে যদি বয়সের হিসেবটা একই বয়স আর জাতীয় দলের ক্ষেত্রে হয়, তাহলে এগিয়ে এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের বয়স ১৯ বছর ৯ মাস ২০ দিন। এই বয়সে জাতীয় দলের হয়ে মেসির জাতীয় দলের হয়ে অর্জনের খাতা এমবাপ্পের তুলনায় নগণ্য। এই বয়সেই নিজের নামের পাশে ৬৭ গোল যুক্ত করেছেন এমবাপ্পে। মেসির নামের পাশে ছিল ২০ গোল। এই হিসেবটা একটু পক্ষপাতহীন করতে এটা জানিয়ে রাখা ভালো যে, ফরাসি তারকার অভিষেক হয়েছে ১৬ বছর ৩৪৭ দিন বয়সে মোনাকোর হয়ে। অন্যদিকে বার্সার হয়ে যখন অভিষিক্ত হন মেসি তখন তার বয়স ১৭ বছর ১৪ দিন। ফরাসিদের বিপক্ষে আসন্ন মাঠের লড়াইয়ে নতুন কোচ হাম্রেনের অধীনে মাঠে নামবে আইসল্যান্ড। নতুন কোচের অধীনে এরইমধ্যে সুইজারল্যান্ডের কাছে ৬-০ গোল আর বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হেরে গেছে আইসল্যান্ড। এমন দলের বিপক্ষে দারুণ ফর্মে থাকা এমবাপ্পেকে মাঠে নাও নামাতে পারেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এমএ/ ০৪:০০/ ১২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QKGzKo
October 12, 2018 at 10:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন