ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল বিদায় নিয়েছেন লিস্ট এ ক্রিকেট থেকে। জ্যামাইকার হয়ে গতকাল ক্যারিয়ারের শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন বার্বাডোজের বিপক্ষে। এই বিদায়ী ম্যাচেও খেলেন শত রানের ইনিংস। ১৯৯৮ সালে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় ক্যারিবীয় এই ব্যাটিং দানবের। ২০ বছরের এই লিস্ট এ ক্যারিয়ারে খেলেছেন ৩৫৬ টি ম্যাচ। ব্যাটিং করেছেন ৩৫০টি ম্যাচে। ৩৮.১৪ গড়ে মোট রান করেছেন ১২৪৩৬ রান। শত রানের ইনিংস খেলেছেন ২৭টি আর অর্ধশত রানের ইনিংস খেলেছেন ৬৫টি। সর্বোচ্চ রান করেছেন ২১৫। বল হাতেও এই ৩৮০ ম্যাচে দেখিয়েছেন ঝলক। নিয়েছেন ২২৭টি উইকেট। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে গতকাল বার্বাডোজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে তাঁর দল জ্যামাইকা। ওপেনিং করতে নেমে খেলেন ১১৪ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস। যদিও তাঁর দল খেলতে পারেনি ৫০ ওভার। ৪৭.৪ ওভারে জ্যামাইকার সংগ্রহ হয় ২২৬ রান। ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকার চেয়ে ১ বল বেশি খেলেও জিততে পারেনি বার্বাডোজ। ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান পর্যন্ত তুলতে পারে তারা। ৩৩ রানের জয়ে মাঠ ছাড়ে জ্যামাইকা একাদশ। এদিন ১০ ওভার বল করে ১ উইকেট নেন ক্রিস গেইল। ম্যান অব দি ম্যাচের পুরস্কারও উঠে ব্যাটিং দানব ক্রিস গেইলের হাতে। এমএ/ ০৫:১১/ ০৭ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E5SReM
October 07, 2018 at 11:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন