নয়াদিল্লি, ২৫ অক্টোবরঃ একের পর এক ‘মি টু’-তে উদ্বেলিত গোটা দেশ। যৌন হেনস্থার অভিযোগে জড়িয়ে পড়ছে নামজাদা ব্যক্তিদের নাম। এই অবস্থায় এবার যৌন হেনস্থার অভিযোগ নিরসনে পদক্ষেপ নিল মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে গড়া হল মন্ত্রীদের একটি দল। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার বিষয়টি এবার থেকে দেখবেন তাঁরা। এমনকি আইনে প্রয়োজনীয় সংশোধন করা যায় কি না, তারও সুপারিশ করবে ওই কমিটি। জানা গিয়েছে, রাজনাথ সিংয়ের নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধি। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার বিষয়টি বৃহত্তর প্রেক্ষপটে খতিয়ে দেখার জন্য মন্ত্রীদের দল গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে আইনি কাঠামোয় অদলবদল আনা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PnROLy
October 25, 2018 at 01:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন