লখনউ, ৫ অক্টোবরঃ ফের জিন্নার ছবি নিয়ে বিতর্ক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। এবার মৌলানা আজাদ লাইব্রেরিতে মহম্মদ আলি জিন্নার ছবি লাগানো নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
গান্ধি জয়ন্তীতে লাইব্রেরির সেন্ট্রাল হলে মহাত্মা গান্ধির উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল৷ সেখানে গান্ধিজির লেখা এমন বহু বই ও চিঠির প্রদর্শন করা হয়েছিল যেগুলি তিনি আলিগড়ের ছাত্রদের উদ্দেশে লিখেছিলেন। সেখানে গান্ধিজির বেশ কিছু দুর্লভ ছবিও টাঙানো হয়েছিল। তারমধ্যে এমন কিছু ছবি ছিল যেখানে গান্ধিজির সঙ্গে একই ফ্রেমে ছিলেন মহম্মদ আলি জিন্না। জানা গিয়েছে, ইতিমধ্যেই মৌলানা আজাদ লাইব্রেরির লাইব্রেরিয়ান আমজাদ আলিকে কারণ দেখানোর নোটিস ধরানো হয়েছে৷ এমন ঘটনা কেন ঘটল জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। যদিও খবর ছড়াতেই ছবিগুলি সরিয়ে নেয় কর্তৃপক্ষ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে বলা হয়েছে, এই ছবিগুলি সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল ছিলেন না৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RrYQNG
October 05, 2018 at 11:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন