আট বছর পর বামেদের হারিয়ে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে জয় এবিভিপি-র

হায়দরাবাদ, ৭ অক্টোবরঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পর্যদুস্ত হলেও  হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে বামেদের হাত থেকে ছাত্র সংসদ কেড়ে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। আট বছর ক্ষমতায় থাকার পর ছাত্র সংসদ নির্বাচনে হেরে গেল বামেরা।বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে এবার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ফেডারেশন ও সেবালাল বিদ্যার্থী দলের সঙ্গে জোট বেঁধে  লড়াইয়ে নেমেছিল এবিভিপি। অন্যদিকে ছিল আদিবাসী-দলিত-মুসলিম সংগঠনগুলির জোট ইউডিএ এবং এসএফআই। নির্বাচনে ৬টি পদেই জয়ী হয়েছে এবিভিপি। রবিবার রাতে ফল ঘোষণা করা হয়।

ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন আরতি এন নাগপাল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এনিয়ে দ্বিতীয়বার কোনও ছাত্রী প্রেসিডেন্ট পদ জয়ী হলেন। ভাইস প্রসিডেন্ট পদে জয়ী হয়েছেন অমিত কুমার।গত আট বছরে নির্বাচনগুলিতে একটি আসনও পায়নি এবিভিপি। টানা দুবছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবল গোলমালের পর এবার নির্বাচনের মাধ্যমে এই জয় এল। উল্লেখ্য, ২০১৬ সালে ১৭ জানুয়ারি হোস্টেলের ঘরে আত্মঘাতী হন বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র রোহিত ভেমুলা। এনিয়ে তোলপাড় হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OdRuQ3

October 07, 2018 at 12:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top