কলকাতা, ২৩ অক্টোবরঃ সাঁতরাগাছি স্টেশনের দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন তিনি। মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা করে এবং আহতরা পাবেন ১ লক্ষ টাকা করে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি স্টেশনের ফুটব্রিজে পদপিষ্টের খবর জানতে পেরে রেড রোডের পুজো কার্নিভাল ছেড়ে তড়িঘড়ি সাঁতরাগাছি পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তাকা সাধারণ মানুষের সহ্গে কথা বলে সোজা পৌঁছে যান হাওড়া হাসপাতালে। খোঁজ নেন আহতদের চিকিত্সার। তিনি বলেন, সেষ মুহূর্তে প্ল্যাটফর্ম পরিবর্তনের ফলেই এই বিপত্তি। রেলের সমন্বয়ের অভাবেই এটা ঘটেছে। এতে রেল কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট। রাজ্যের তরফে তোলা হেল্পলাইন নম্বর হল ২৬৪১-৩৩৯৩।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NYUkmX
October 23, 2018 at 10:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন