শান্তি দিবসে উগ্রবাদ বিরোধী শোভাযাত্রা

‘শান্তি আমার অধিকার, উগ্রপন্থার বিপক্ষে সময় এখন রুখে দাঁড়াবার’ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের উগ্রবাদ বিরোধী শোভাযাত্রা ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি মিলনায়তনের এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রমোটিং এংগেজমেন্ট এন্ড এ্যাকসন ফর কাউন্টেরিং এক্সট্রেমিনস (পিস) কনসরটিয়াম, রুপান্তর, প্রয়াস ও বরেন্দ্র উন্নয়ন প্রকল্প এর যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিব।
বরেন্দ্র উন্নয়ন প্রকল্প (বিইউপি)’র নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, মোখলেশুর রহমান, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক।
উগ্রবাদ বিরোধী প্রতিযোগিতার মূল্যায়ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মোসা. রফিনা খাতুন, হাজি এশান মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. মাহবুবুর রহমান ও পলশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোসা. মারুফা খাতুন।
পরে উগ্রবাদ বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৭০টি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2qcFeRu

October 25, 2018 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top