চট্রগ্রাম, ২৮ অক্টোবর- তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভালো করেছেন ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার। তাদের ব্যাটে টপ অর্ডার নিয়ে কেটে গেছে উদ্বেগ। দুই পরীক্ষিত পারফরমার তামিম-সাকিব ফিরলে প্রথম তিনে জায়গা পেতে হবে তীব্র লড়াই। টপ অর্ডারে স্বাস্থ্যকর এই প্রতিযোগিতায় লাভ দেখছেন ইমরুল। এশিয়া কাপে তামিম ইকবালের চোট আর অন্যদের ব্যর্থতায় হঠাৎ করেই ডাক পান ইমরুল, সৌম্য। সে সময়ে টপ অর্ডার নিয়ে ভীষণ দুর্ভাবনায় ছিল বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। সেই টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি করেন ইমরুল। তৃতীয় ম্যাচের আগে ডাক পাওয়া সৌম্য ঢুকে যান একাদশেও। সুযোগ কাজে লাগিয়ে তুলে নেন এক ঝড়ো সেঞ্চুরি। এর আগে প্রস্তুতি ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সব মিলিয়ে সবশেষ ৪ আন্তর্জাতিক ম্যাচে টপ অর্ডার থেকে এসেছে চারটি সেঞ্চুরি। অন্য দিকে সেরে উঠছেন তামিম, সাকিব। এই পরীক্ষিত দুই বাঁহাতি ব্যাটসম্যান ফিরলে কেমন হবে টপ অর্ডারের চেহারা? সেই প্রশ্নে না গিয়ে ইমরুল চান, ভালো খেলার এই ভালো সময়টা সবাই যতটা সম্ভব লম্বা করুক। আমি তামিমকে নিয়ে কোনো কথা বলব না। কোনো সন্দেহ নেই সে বাংলাদেশের গ্রেট প্লেয়ার। কে কোথায় খেলবে এটা টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। এটা তাদের বিষয়। আমরা যখন মাঠে নামি আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি। পারফর্ম করার চেষ্টা করি। দলের মধ্যে জায়গা নিয়ে যে এই তীব্র লড়াই, এটাকে দলের জন্য ভালো মনে করেন ইমরুল। বাংলাদেশ দলে এখন একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে বলে আমি মনে করি। আমাদের দলের জন্য এটা খুব ভালো। বিশ্বকাপ পর্যন্ত যদি আমরা এটা ধরে রাখতে পারি তাহলে বিশ্বকাপে ভালো একটা ফল আশা করা যায়। এর ভেতর থেকেই আমরা হয়তো ঘুরেফিরে খেলব। খেলতে তো হবে কাউকে না কাউকে। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2z8OBFM
October 28, 2018 at 03:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top