শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকটের জেরে চলল গুলি, মৃত এক, আহত তিন

কলম্বো, ২৮ অক্টোবরঃ সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো রনিল বিক্রমসিংঘের মন্ত্রিসভার পেট্রলিয়াম মন্ত্রী অর্জুন রণতুঙ্গাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রেসিডেন্টের সমর্থক জনতার বিরুদ্ধে। বিক্ষোভকারীদের সরাতে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীর দেহরক্ষীরা গুলি চালায়। এই ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত হন তিনজন।
প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা বিক্রমসিংঘেকে বেআইনি ও অসাংবিধানিক উপায়ে সরানো হয়েছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়তে অস্বীকার করেছেন বিক্রমসিংঘে। তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বৌদ্ধ সন্ন্যাসী-সহ শতাধিক সমর্থক। তাঁর দিকেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে দাবি করে সংসদের জরুরি অধিবেশন ডেকে আস্থা ভোটের দাবি জানিয়েছেন বিক্রমসিংঘে।

মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা জানিয়েছেন, বিক্রমসিংঘেকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের করতে এ বার পুলিশ আদালতের দ্বারস্থ হবে। প্রতিবেশী ও পশ্চিমি দেশগুলি শ্রীলঙ্কার কাছে সংবিধান মেনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CKcsz4

October 28, 2018 at 09:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top