খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না হলিউড পপতারকা সেলেনা গোমেজের। গত বছর কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বন্ধুর সহায়তায়। আবার শুরু করেছিলেন নিজের বর্ণিল তারকাজীবন। কিন্তু হঠাৎ করেই সপ্তাহ দুয়েক আগে ইমোশনাল ব্রেকডাউনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এ তারকাকে। বেশ কিছুদিন প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। তবে অবস্থার আশানুরূপ পরিবর্তন হয়নি। তাই এবার স্থায়ীভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে সেলেনাকে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টের নিকট একটি মানসিক হাসপাতালে একজন মনোবিদের নিকট নিয়মিত চিকিৎসা নিচ্ছেন সেলেনা। সেলেনার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এমন পরিস্থিতিতে আমরা কেউই বিব্রত নই। মানসিক অস্থিরতা একটি স্বাভাবিক সমস্যা। এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেয়া মানে পাগল হয়ে যাওয়া নয়। বরং স্বাভাবিক জীবনযাপনের পথ চেষ্টা বলা যেতে পারে। এদিকে মাত্র দুদিন আগে ইনস্টগ্রামে ভক্তদের কাছ থেকে কিছুদিনের জন্য বিদায় নিচ্ছেন জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন সেলেনা। সেখানে তিনি বলেছিলেন আপাতত সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকবেন। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/২৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yXpoy4
October 24, 2018 at 02:16PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন