হাতির হানায় মৃত্যু চা শ্রমিকের

মেটেলি, ৯ অক্টোবরঃ হাতির হানায় মৃত্যু হল চা বাগানের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম পাহাড় মানকি মুন্ডা(৫৩)। চালসা চা বাগানের পাক্কা লাইনের বাসিন্দা। মঙ্গলবার সকালে বাগানের ১১১ই সেকশনে কাজ করার সময় তার দেহটিকে দেখতে পায় বাগানের শ্রমিকরা। খবর দেওয়া হয় বনবিভাগের খুনিয়া স্কোয়াড ও মেটেলি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, সোমবার রাতে ওই ব্যক্তি বাগানের মূর্তি নদী সংলগ্ন ওই এলাকায় যায়। মনে করা হচ্ছে, চাপরামারি জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে ওই ব্যক্তিকে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যক্তি বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। বনবিভাগের তরফে আপাতত তার পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা ময়নাতদন্তের পর দেওয়া হবে। ময়নাতদন্তের জন্য দেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OS1ygS

October 09, 2018 at 06:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top