ইসলামাবাদ, ১০ অক্টোবর- ক্রিকেট জগতে পাকিস্তান-ভারত মানেই বাড়তি উত্তেজনা। ২২ গজের ক্রিজ থেকে সেই উত্তাপ ছড়িয়ে যায় গ্যালারি কিংবা টুইটার পর্যন্ত। তেমনই এক ঘটনা ঘটল আরেকবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ডন অফ ক্রিকেট নামে আখ্যা দিয়ে ট্রোলড হয়েছেন প্রাক্তন পাকিস্তান স্পিডস্টার শোয়েব আখতার। পাকিস্তানের জার্সিতে সাত বছর আগে অবসর নেওয়া আখতার টুইটারে লেখেন, আমায় ওরা ক্রিকেটের ডন বলে ডাকে। তবে ডন হলেও, কখনও লোককে আঘাত করে উপভোগ করিনি। কিন্তু আমায় এটা বলতেই হবে যখন আমি খেলেছি দেশের জন্য জান উজাড় করে দিয়েছি। আমি আমার দেশকে ভালবেসে বল করে গিয়েছে। আমার লক্ষ্য থাকত উইকেট তোলা। শোয়েব পাকিস্তানের জার্সিতে ৪৬টি টেস্টে ১৭৮টি উইকেট এবং ১৬৩টি একদিনের ম্যাচে ২৪৬টি উইকেট নেন। আর শোয়েবের এমন টুইটের পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁকে ট্রোল করতে শুরু করেন। কেউ লিখেছেন, মাত্র এই কটা উইকেট নিয়ে ক্রিকেটের ডন হলে তো, ক্রিকেটে ডনে ডনে ছেয়ে যাবে। অনেকে আবার শোয়েবের এই টুইটের জবাবে লেখেন, শচীনের হাতে মার খাওয়াটা কী ভুলে গেলে! সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১০ আক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Poebxi
October 10, 2018 at 07:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top