ঢাকা, ১২ অক্টোবর- মানবসভ্যতা ছুটে চলেছে কচ্ছপের পিঠে ভর করে। সমাজ, ধর্ম, বর্ণ, আনুষ্ঠানিকতা সর্বস্ব স্বার্থপরতা ছাপিয়ে গেছে মানবিকতাকে। সময় যখন নিজে পার হচ্ছে অস্থির এক অনুভূতির সঙ্গে, প্রেমহীন মানবিকতাকে পদবিষ্ট করে তখনি কবি মেহেদী হাসান নীল প্রিয় বিরহিনী লিখে বসলেন। প্রতিটা মানুষের বাহ্যিক ভালোবাসার ভেতরেও অন্য এক ভালোবাসা থাকেই। অঞ্জনমালা গানে শুনিয়েছিলেন সে আক্ষেপ তারই লোক সংস্করণও বলা যায় প্রিয় বিরহিনীকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইমামুল বাকের নিজেকেই গান শোনাতেন এতদিন। এবারই প্রথম সবার শোনার জন্য দুঃসাহস দেখিয়েছেন প্রিয় বিরহিনী গাওয়ার মাধ্যমে। বানিয়েছেন এর ওপর চিরচরিত প্রথার এক আকুল বেদনার্ত গতিচিত্র। মিউজিক্যাল ফিল্মটিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান রুমী এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আসমা উল হুসনা শতাব্দীর নিবেদিত অক্লান্ত অভিনয় স্থান পেয়েছে। সার্বিক সহযোগিতা করেছেন রাবির নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনতারা তন্বী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ্ বাকী। এছাড়া শান্তনু আদিব, অয়ন, মণিকা, হিমাংশু মিত্রাসহ আরো অনেকেই। মিউজিক্যাল ফিল্মের গল্প, ক্যামেরা ও এডিট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান রাব্বি। ১৫ অক্টোবর রাফ খাতা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে মিউজিক্যাল ফিল্মটি। ইতোমধ্যে ইমামুল বাকের এ্যাপোলোর ফেসবুক ওয়ালে টিজার প্রকাশের পর বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। গায়ক ও নির্মাতা এ্যাপোলো বলেন, এই পূজোয় সকল সাম্প্রদায়িকতা ভুলে মানুষ হয়ে ওঠার আহ্বান থাকবে মিউজিক্যাল ফিল্মের গল্পে। এছাড়া বিচ্ছেদের আক্ষেপ গানের আবেদনে থাকছেই। আশাকরি সবার ভালো লাগবে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১১:১৪/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RNa0Nl
October 13, 2018 at 05:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top