নাগপুর, ২ অক্টোবরঃ নিজেকে গান্ধিবাদী প্রমাণ করতে দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযান-এ নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার গান্ধির পথে হাঁটতে গিয়ে নিজের এঁটো বাসন ধুলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। একাজে তাঁর সঙ্গে শামিল হন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধিও।
#WATCH: Sonia Gandhi and Rahul Gandhi wash their plates after lunch in Sevagram (Bapu Kuti) in Wardha. #Maharashtra pic.twitter.com/hzC3AGe7kj
— ANI (@ANI) October 2, 2018
মঙ্গলবার গান্ধিজির জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতিবিজড়িত সেবাগ্রাম আশ্রমের মহাদেব ভবনে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। তাঁদের সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক চৌহ্বান প্রমুখ। এদিন সেবাগ্রাম আশ্রমে প্রার্থনাতেও অংশ নেন তাঁরা। ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে মোদি জমানায় দেশজুড়ে চলতে থাকা আতঙ্কের বাতাবরণের বিরুদ্ধে একটি পদযাত্রাও করেন রাহুল। জেলাশাসকের দপ্তরের কাছে গান্ধিজির মূর্তিতে মাল্যদান করে ওই পদযাত্রা শুরু হয়। শেষ হয় রামনগরের সার্কাস গ্রাউন্ডে। সেখানে বক্তৃতা দেন কংগ্রেস সভাপতি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QnQFk8
October 02, 2018 at 09:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন