রাষ্ট্রসংঘ, ১৩ অক্টোবরঃ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হল ভারত। এশিয়া প্যাসিফিক ক্যাটেগরিতে সর্বোচ্চ মোট ১৮৮টি ভোট ভারত আগামী ৩ বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদের কার্যকালের মেয়াদ শুরু হবে।
এশিয়া প্যাসিফিক ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছে ভারত। এই ক্যাটেগরিতে সদস্য হওয়ার দৌড়ে ভারত ছাড়াও ছিল বাহারিন, বাংলাদেশ, ফিজি এবং ফিলিপিনস। সাধারণ সভার মোট সদস্য সংখ্যা ১৯৩। এর মধ্যে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯৭টি ভোট। আর ভারতের পক্ষে পড়েছে ১৮৮টি ভোট। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী দূত সৈয়দ আকবরুদ্দিন একথা জানিয়েছেন।
২০০৬ সালের মার্চে মানবাধিকার কাউন্সিল গঠিত হয়। এর মোট সদস্য সংখ্যা ৪৭। সাধারণ সভার সদস্যদের ভোটে সদস্যরা নির্বাচিত হন। এর আগে ভারত ২০১১-১৪ সাল ও ২০১৪-১৭ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য ছিল ভারত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ei5J1J
October 13, 2018 at 12:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন