ক্রিকেট মাঠে ভারতীয় ক্রিকেট দলের অভিযোগের অন্ত থাকে না। একের পর এক নতুন অভিযোগ যেনো সবসময় প্রস্তুতই থাকে তাদের সামনে। সে তালিকায় এবার যোগ হলো ক্রিকেট বল নিয়ে অভিযোগ। দলের অধিনায়ক বিরাট কোহলির মতে ভারতে খেলা টেস্টগুলোতে এসজি নয়, ব্যবহার করা উচিৎ ডিউক বল। সাধারণত এশিয়ান কন্ডিশনে বেশি ব্যবহৃত হয় এসজি বল আর এশিয়ার বাইরে ফাস্ট বোলিং উপযোগী কন্ডিশনের জন্য রাখা হয় ডিউক বল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের এসজি বল দেখে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টেই ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রকাশ করেছিলেন এসজি বল সম্পর্কে নিজের হতাশা। এবার তার সাথে যোগ দিলেন দলের অধিনায়ল কোহলিও। তাদের দাবী টেস্ট ক্রিকেটে এসজি বলের পরিবর্তে ডিউক বল ব্যবহার করাটাই ক্রিকেটের জন্য মঙ্গলকর। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে ভারত। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বল নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান কোহলি। তিনি বলেন, আমি নিশ্চয়ই এমন কোনো বল ব্যবহার করতে চাই না যেটি মাত্র পাঁচ ওভারেই তার চকচকে ভাব হারায়। বর্তমানে ব্যবহৃত এসজি বলগুলোর গুণগত মান আগে অনেক ভালো ছিল। কিন্তু এখন কেনো যেনো মান পড়ে গেছে। অন্য দিকে ডিউক বল এখনও দিব্যি চলছে। কুকাবুরা বলে সমস্যা থাকলেও তারা কখনো মান নিয়ে আপোষ করেনি। এসময় ডিউক বলকে টেস্ট ক্রিকেটের জন্য সেরা উল্লেখ করে কোহলি বলেন, আমার মতে ডিউক বলটাই টেস্ট ক্রিকেটের জন্য সেরা বল। আমার হাতে সুযোগ ও তেমন পরিস্থিতি থাকলে আমি সারা বিশ্বের সবধরনের ক্রিকেটের জন্য ডিউক বলের প্রচলন ঘটাতাম। সব জায়গায় একই বল ব্যবহার করা হলে বোলাররাও সুবিধা পেতে পারতো। সূত্র: জাগোনিউজ এমএ/ ০৫:৪০/ ১১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RFHLjv
October 11, 2018 at 11:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন