কয়েদিদের অস্বাভাবিক মৃত্যুতে ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১২ অক্টোবরঃ সংশোধনাগারে কয়েদিদের অস্বাভাবিক মৃত্যুতে ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজ্যে যে ৪১ জন বন্দীর মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের হাতে ১৫ দিনের মধ্যে তিন লক্ষ টাকা তুলে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।

জেলবন্দীদের অস্বাভাবিক মৃত্যু কমাতে এবং বন্দীদের জীবনযাত্রার মান উন্নয়নে শীর্ষ আদালত ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর একটি রায়ে জানায়, হাইকোর্টের প্রধান বিচারপতি স্বতঃপ্রবৃত্ত হয়ে জনস্বার্থ মামলা দায়ের করবেন। এরপর কলকাতা হাইকোর্টের পাশাপাশি মানবাধিকার সংগঠন এপিডিআর-র পক্ষ থেকে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল নির্দেশ দেন আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OOXfTN

October 12, 2018 at 12:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top