চট্টগ্রাম, ২৬ অক্টোবর- জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয়বারের মত টস জিতলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শিশির ফ্যাক্টর মাথায় রেখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। শিশিরের জন্য এই মাঠে টস খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ টসে জিতলেন মাশরাফি। শিশির ভাবনায় অধিনায়ক নিলেন ফিল্ডিং। আগে ফিল্ডিং করায় দ্বিতীয় ইনিংসে নিশ্চিতভাবেই বেনিফিট পাবে। দ্বিতীয় ইনিংসে বল গ্রিপ করতে পারবেন না স্পিনাররা। পেসারদেরও একই পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষকে সামলানোর থেকে শিশির নিয়েই বেশি ভাবতে হবে জিম্বাবুয়েকে। এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ জিতলেই বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে সফরকারীদের। এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৯টি ওয়ানডে সিরিজ। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ রানে জয় পায় বাংলাদেশ। আর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা। কোন প্রকার ছাড় দিতে রাজি নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে মাঠ ছাড়তে চান তিনি। দুই দলের সম্ভাব্য একাদশ: বাংলাদেশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ রাব্বী, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবু হায়দার রনি এবং নাজমুল ইসলাম অপু। জিম্বাবুয়ে: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সেফাস ঝুবাও, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ব্রেন্ডন মাভুতা, ডোনাল্ড ত্রিপিয়ানো, কাইল জার্ভিস, টেন্দাই চাতারা। সূত্র: বিডি২৪লাইভ আর/১২:১৪/২৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2z5ZGr1
October 26, 2018 at 08:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন