মুম্বাই, ২২ অক্টোবর- রণবীর কাপুর ও আলিয়া ভাট তারকা জুটির মধ্যে প্রেমের সম্পর্ক আর গোপন নেই। বি টাউনে গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউডের ভবিষ্যৎ সুপারস্টার রণবীর কাপুর এবং বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া ভাট নাকি ২০২০ সালেই বিয়ে করতে পারেন। রণবীরের প্রতি বহু বছর ধরেই দুর্বলতা ছিল আলিয়া ভাটের তার প্রমাণ পাওয়া গেল। কারণ, কয়েক বছর আগে আলিয়া নিজ মুখেই একথা স্বীকার করেছিলেন, তিনি রণবীরকে বিয়ে করতে চান। পরিচালক-প্রযোজক করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টক-শো কফি উইথ করণ অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছিলেন বলিউডের চলচ্চিত্র পরিচালক-প্রযোজক মহেশ ভাট কন্যা আলিয়া। ঘটনাচক্রে বলিউড লাভার বয় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় আলিয়ার। পরে রণবীরের সঙ্গে জমে উঠেছে আলিয়ার প্রেম। পরস্পরের পরিবারের সঙ্গে দেখা করেছেন রণবীর এবং আলিয়া। কফি উইথ করণ-এর ষষ্ঠ সিজন শুরু হবে খুব শিগগিরই। সেখানে অতিথি হয়ে আসার কথা রয়েছে আলিয়ারও। সেই অনুষ্ঠানে রণবীরকে নিয়ে তিনি কি বলেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে মজার বিষয় হলো- যে অনুষ্ঠানে আলিয়া ভাট বলেছিলেন, তিনি রণবীরকে বিয়ে করতে চান। সেই একই অনুষ্ঠানে এসে রণবীরকে বলিউডে নিজের প্রতিদ্বন্দ্বী বলে স্বীকার করে নিয়েছিলেন স্টুডেন্ট অব দ্য ইয়ার তারকা সিদ্ধার্থ মালহোত্রা। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PfWGm7
October 22, 2018 at 10:06PM
22 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top