ঢাকা, ২২ অক্টোবর- বাংলাদেশের কোচদের কাছে বরাবরই মুশফিকুর রহিমের পরিশ্রম-নিবেদনের বড় উদাহরণ। ইমরুল কায়েস জানালেন, সতীর্থরাও কিপার ব্যাটসম্যানকে সেভাবেই দেখেন। বাঁহাতি ওপেনারের নিজের কাছেই সবচেয়ে বড় অনুপ্রেরণা মুশফিক। নিয়মিত অনুশীলনে সবার আগে মাঠে আসেন মুশফিক। চোট সমস্যা না থাকলে অনুপস্থিত থাকেন না কোনো ঐচ্ছিক অনুশীলনেও। নিজের ব্যাটিং, কিপিং নিয়ে তার বাড়তি কাজ উৎসাহ যোগায় অন্যদেরও। ইমরুল জানান, মুশফিককে দেখে নিজেও শিখেছেন অনেক কিছু। আমি একটি ব্যাপার বিশ্বাস করি, কেউ যদি কঠোর পরিশ্রম করে, সে তার ফল পাবেই। আমি মুশফিককে দেখে অনেক কিছু শিখি। মুশফিক যেভাবে পরিশ্রম করে, ও কিন্তু পরিশ্রম করেই আজকের মুশফিকুর রহিম হয়েছে। আমি সবসময় এটা অনুসরণ করার চেষ্টটা করি। বিশ্বাস করি যে, পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R4Gkdi
October 22, 2018 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top