আবুধাবি, ০৯ অক্টোবর- পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতেই ১৪২ রান করেছিল অস্টেলিয়া। এরপর ২০২ রানে যেতেই বিলাল আসিফের ঘূর্ণিতে পথ হারিয়ে অলআউট অসিরা। এমন বিপর্যয়ে ক্রিকেটের রেকর্ড বইয়ে এসেছে অনেকগুলো পরিবর্তন । চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ৬০ রান: উদ্বোধনী জুটিতে ১৪২ রানের পর পরবর্তী ৬০ রান তুলতেই নিজেদের ১০ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতেই শতরানের বেশি করার পর এ ধরনের ঘটনা ক্রিকেট ইতিহাসে যে কোনো দলের জন্য তৃতীয় বাজে বিপর্যয়। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বাজে পরিস্থিতির সাক্ষীটি ভারত। ১৯৪৬ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ রানেই ১০ উইকেট হারিয়েছিল ভারত। এরপর ১৯৭৪ সালে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ রানে ১০ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। ৪২ রান: পাকিস্তানের বিপক্ষে আজ দুবাইয়ে শেষ ৯ উইকেটে অস্ট্রেলিয়া করে ৪২ রান। প্রথম ইনিংসে গত ৫০ বছরে যা দলটির সবচেয়ে বাজে সংগ্রহের রেকর্ড। ৭: ২০১৬ সালের পর এ নিয়ে সপ্তমবারের মতো ১০০ রানের নিচে ১০ উইকেট হারাল অস্ট্রেলিয়া। যে কোনো দলের হয়ে যা সর্বোচ্চ। ৪ বার করে এমন বিপর্যয় নিয়ে তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। অভিষেকে দ্বিতীয় সেরা: অভিষেকে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সেরা বোলিং ফিগার বিলাল আসিফের। আজ ৩৬ রানে ৬ উইকেট নেন তিনি। আর আগে ৭/৬৬ নিয়ে মোহাম্মদ জাহিদ ও ৭/৯৯ নিয়ে মোহাম্মদ নাজির যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের দুই বোলার। ৩৩ বছর ১৩ দিন: ৩৩ বছর ১৩ দিনে টেস্ট অভিষেকে ৫ এর অধিক উইকেট নিলেন বিলাল আসিফ। গত ৫০ বছরের ইতিহাসে যা সবচেয়ে বেশি বয়সের অভিষেকে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। আগের ঘটনাটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ৩১ বছর ৩৫৫ দিন বয়সি বোলার তানভীর আহমেদের। ৭২.৭৭: উদ্বোধনী জুটিতে ১৪২ রানের পর দলীয় ২০২ রানে অলআউট অস্ট্রেলিয়া। মোট রানে উদ্বোধনী ব্যাটসম্যানদের অবদান ৭২.৭৭ শতাংশ। টেস্ট ইতিহাসে ওপেনাদের এটা সপ্তম সেরার রেকর্ড। এর আগে পোস্ট এলিজাবেথে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ওপেনাররা মোট ২১৬ রানের মধ্যে করেছিল ১৭৩ রান। মোট রানে ৮০.০৯ শতাংশ অবদান নিয়ে যা ওপেনারদের সর্বোচ্চ সংগ্রহের ইতিহাস। তথ্যসূত্র: রাইজিংবিডি এইচ/২২:২৮/০৯ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E74L8g
October 10, 2018 at 04:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন