লস অ্যাঞ্জেলস, ১০ অক্টোবর- পুরো সঙ্গীত বিশ্বের অন্যতম প্রধান আয়োজনগুলোর একটি হল আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। সঙ্গীত অঙ্গণের বড় বড় তারকারা এবারও দ্যুতি ছড়ালেন সেখানে। লস অ্যাঞ্জেলসের সন্ধ্যাটা তাই ছিল বর্ণিল ও ঝলমলে। এবারের আসরে আর্টিস্ট অব দ্য ইয়ারের পুরস্কার উঠেছে টেইলর সুইফটের হাতে। টেইলর সুইফট আর ক্যামিলা কাবেলোর জয়জয়কার ছিল। তার প্রত্যেকে চারটি করে পুরষ্কার পেয়েছেন। এক নজরে দেখে নিন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জয়ীদের তালিকা: আর্টিস্ট অব দ্য ইয়ার: টেইলর সুইফট নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার: ক্যামিলা কাবেলো কোলাবোরেশন অব দ্য ইয়ার: হাভানা (ক্যামিলা কাবেলো ফিচারিং ইয়ং দাগ) ফেভারিট পপ/রক ফিমেল আর্টিস্ট: টেইলর সুইফট ফেভারিট পপ/রক মেল আর্টিস্ট: পোস্ট ম্যালোন ফেভারিট পপ/রক ডুয়ো/গ্রুপ: মিগোস ফেভারিট পপ/রক গান: হাভানা (ক্যামিলা কাবেলো ফিচারিং ইয়ং দাগ) ফেভারিট পপ/রক অ্যালবাম: রেপুটেশন (টেইলর সুইফট) ফেভারিট র্যাপ/হিপহপ আর্টিস্ট: কার্ডি বি ফেভারিট র্যাপ/হিপহপ গান: বোডাক ইয়েলো (মানি মুভস), কার্ডি বি ফেভারিট র্যাপ/হিপহপ অ্যালবাম: বিয়ারবংস এন্ড বেন্টলেস, পোস্ট ম্যালোন ফেভারিট সোল/আরএন্ডবি ফিমেল আর্টিস্ট: রিয়ান্না ফেভারিট সোল/আরএন্ডবি মেল আর্টিস্ট: খালিদ ফেভারিট সোল/আরএন্ডবি গান: ফিনিজ, বুনো মারস ফিচারিং কার্ডি বি ফেভারিট সোল/আরএন্ডবি অ্যালবাম: সেভেনটিন ফেভারিট কান্ট্রি ফিমেল আর্টিস্ট: ক্যারি আন্ডারউড ফেভারিট কান্ট্রি মেল আর্টিস্ট: কেন ব্রাউন ফেভারিট কান্ট্রি ডুয়ো/গ্রুপ: ফ্লোরিডা জর্জিয়া লাইন ফেভারিট কান্ট্রি সং: হেভেন, কেন ব্রাউন ফেভারিট কান্ট্রি অ্যালবাম: কেন ব্রাউন, কেন ব্রাউন ফেভারিট অলটারনেটিভ রক আর্টিস্ট: প্যানিক! অ্যাট দ্য ডিসকো ফেভারিট অ্যাডাল্ট কনটেমপোরারি আর্টিস্ট: শন মেনডেস ফেভারিট ল্যাটিন আর্টিস্ট: ড্যাডি ইয়ানকি ফেভারিট কনটেমপোরারি ইন্সপায়ারেশনাল আর্টিস্ট: লরেন ডাইগল ফেভারিট ইলেকট্রনিক ড্যান্স মিউজিক আর্টিস্ট: মার্সমেলো ফেভারিট সোশ্যাল আর্টিস্ট: বিটিএস ফেভারিট মিউজিক ভিডিও: হাভানা, ক্যামিলা কাবেলো ফিচারিং ইয়ং দাগ ট্যুর অব দ্য ইয়ার: টেইলর সুইফট টপ সাউন্ড ট্র্যাক: ব্ল্যাক প্যানথার: দ্য অ্যালবাম, মিউজিক ফ্রম এন্ড ইনস্পায়ার্ড বাই তথ্যসূত্র: চ্যানেল আই আরএস/ ১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ORRUuE
October 10, 2018 at 11:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top