অমৃতসরে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৩ কোটি ক্ষতিপূরণ

অমৃতসর, ২০ অক্টোবরঃ অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য মোট ৩ কোটি টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করল পঞ্জাব সরকার। জানা গিয়েছে, শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দুর্ঘটনায় আহদের দেখতে গুরু নানক দেব সরকারি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং মৃতদের পরিবারকে ৩ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, ‘৩ কোটি টাকা ক্ষতিপূরণের ব্যাপারে অমৃতসরের ডিসি-কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দুর্ঘটনার পরই প্রশাসন উদ্ধারকাজ শুরু করে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yP0dh6

October 20, 2018 at 06:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top