কলকাতা, ১৪ অক্টোবরঃ নাগেরবাজার বিস্ফোরণে মৃত্যু হল আরো একজনের। এই বিস্ফোরণে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২। এর আগে বিস্ফোরণের দিনই মৃত্যু হয়েছিল বিভাস ঘোষ নামে এক নাবালকের। গতরাতে মৃত্যু হয় অজিত হালদার নামে ফল ব্যবসায়ীর। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছিল ৯ জন।
২ অক্টোবর সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে নাগেরবাজারের কাজিপাড়া মোড়। আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট ১-এর বিশেষ কেবিনে ভরতি ছিলেন অজিত হালদার। বিস্ফোরণের তীব্রতায় পিঠ ও কোমর থেকে মাংস উড়ে গিয়েছিল তাঁর। পেটের দিকেও ক্ষত ছিল। বিস্ফোরণের দিনই সন্ধ্যা ৬ টা থেকে অপারেশন শুরু হয় তাঁর। কিন্তু অপারেশনের পরও অবস্থার অবনতি হতে থাকে।
এই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। সিআইডি-কে অজিতবাবু হাসপাতালে ভরতি থাকালীন জানিয়েছিলেন, গায়ের রং কালো এমন এক ব্যক্তি এসে বলেছিল, একটা ব্যাগ রেখে সে সামনে দোকানে যাবে আটা কিনতে। সেই ব্যক্তি ব্যাগ রেখে যাওয়ার পরেই বিস্ফোরণ হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QNurZ2
October 14, 2018 at 11:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন