রাশিয়া বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর ছন্দে ফেরা পর্তুগাল টানা তৃতীয় জয় পেয়েছে। স্কটল্যান্ডকে তাদেরই মাঠে হারিয়েছে ফের্নান্দো সান্তোসের দল। স্কটল্যান্ডের গ্লাসগোতে রোববার স্থানীয় সময় বিকালে প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জেতে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে গত মাসে ইতালির বিপক্ষে জয়ের পর গত সপ্তাহে পোল্যান্ডের মাঠে ৩-২ গোলে জেতে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। নিজেদের ভুলে ম্যাচের চতুর্দশ মিনিটে গোল খেতে বসে পর্তুগাল। জেমস ফরেস্টের ক্রস ফেরাতে গিয়ে পোর্তোর মিডফিল্ডার সের্জো অলিভেইরার নেওয়া হেড কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক বেতো। ৪৩তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বাইলাইন থেকে লেফট-ব্যাক কেভিন রদ্রিগেসের পাস ছোট ডি-বক্সে পেয়ে টোকায় জালে পাঠান অভিষিক্ত ফরোয়ার্ড এল্দের কস্তা। শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে রাশিয়ায় শেষ ষোলো থেকে বিদায় নেওয়া পর্তুগাল। ৭৪তম মিনিটে রেনাতো সানচেসের ফ্রি-কিকে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ২০১৬ ইউরো ফাইনালে জয়সূচক গোল করা এদের। আর ৮৪তম মিনিটে ডি-বক্সে এক জনকে কাটিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে দলের তৃতীয় গোলটি করেন লাইপজিগের উইঙ্গার ব্রুমা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি করেন ফরোয়ার্ড স্টিভেন। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IVuVcU
October 15, 2018 at 04:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top