আসানসোল, ২৪ অক্টোবরঃ ফাটল দেখা দিল আসানসোলের ডুবুরডিহি সেতুতে। জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর উপর এই সেতুতে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে সেখানে যান জাতীয় সড়ক বিভাগের আধিকারিকরা।
মাঝেরহাটে ব্রিজ ভেঙে যাওয়ার পরই আসানসোলের কুলটির ডুবুরডিহি এলাকায় অবস্থিত চেকপোস্ট দিয়ে ভারী লরি এরাজ্যে ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল। লরির লাইন ছাড়িয়ে যেত ডুবুরডিহি সেতুর উপরেও। খোদ লরি চালকরা সেই সময় আশঙ্কাপ্রকাশ করেছিলেন। এভাবে সেতুর উপর ভারী লরি আটকে থাকলে সেতুর ক্ষতি হতে পারে। মঙ্গলবার খবর ছড়িয়ে পড়ে ডুবুরডিহি সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেতু থেকে খুলে পড়েছে একটি সিমেন্টের স্ল্যাবও। সেতুর তলায় দেখা দিয়েছে বড় রকমের ফাটল। এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PdQX0f
October 24, 2018 at 02:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন