অ্যানফিল্ডে, ২৮ অক্টোবর- কী প্রিমিয়ার লিগ! কী চ্যাম্পিয়ন্স লিগ! সবখানেই লিভারপুলের জয়রথ ছুটছেই। চ্যাম্পিয়ন্স লিগে কয়েকদিন আগেই রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছিল তারা। এবার প্রিমিয়ার লিগেও জয়ের সেই ধারা অব্যাহত রাখল ক্লপের দল। কার্ডিফকে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারিয়ে ২৬ পয়েন্ট নিয়ে ম্যান সিটিকে টপকে প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে আসলো তারা। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন মিসরীয় মেসি খ্যাত মোহামেদ সালাহ। ১০ মিনিটেই এনফিল্ডে তার গোলে এগিয়ে যায় যায় অলরেডরা। লিগে বর্তমান মৌসুমে এটি সালার ৫ম গোল। প্রথমার্ধের বাকিটা সময় তেমন আক্রমণ না হলেও বিরতির বাঁশি বাজার আগে মোরেনোর হেড গোল লাইন থেকে ফিরিয়ে দেন কার্ডিফের মরিসন। নাহলে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যেতে পারতো তারা। অবশ্য দ্বিতীয় গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ৬৬ মিনিটে লিভারপুলের তুরুপের দ্বিতীয় তাস সাদিও মানে দলকে ২-০ গোলের লিড এনে দেন। অবশ্য, মুদ্রার উল্টোপিঠে ৭৭ মিনিটে গোল খেয়ে বসে লিভারপুল। প্যাটারসনের গোলে এক গোল শোধ দেয় অতিথিরা। ৯১৮ মিনিট পর ঘরের মাঠে গোল খেল অলরেডরা। এক গোল হজম করেই যেন আরো বিধ্বংসী রূপে আবির্ভূত হয় মানে-সালাহরা। ৮৪ মিনিটে লিভারপুলের জার্সি গায়ে প্রথম গোল এবং ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জের্দান শাকিরি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে মানের আরো একটি গোলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। অলরেডরা এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, ১ ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zcu4jp
October 28, 2018 at 02:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top