লখনউ, ৩১ অক্টোবরঃ উত্তরপ্রদেশে ভাং চাষে থাকল না কোনো আইনি বাধা। মঙ্গলবার ভাং চাষের অনুমতি দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা। যুক্তি হিসেবে জানানো হয়েছে, ভাং পাতা দিয়ে ওষুধ এবং শিল্পের কাজে ব্যবহারের জন্য কৃষকদের সাহায্য করবে উত্তরপ্রদেশ সরকার।
টিএইচসি গ্রেডের ভাং উৎপাদনে সম্মতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এতে সাইকোঅ্যাকটিভ কম্পোনেন্টের পরিমাণ কম থাকে। সরকারি মুখপাত্র শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, অন্য বহু দেশেই ভাং চাষ হয়ে থাকে। বিশেষ করে ওষুধ তৈরির জন্যই এর সবচেয়ে বেশি ব্যবহার। এর ফলে বাড়বে কৃষকদের রোজগার।
একইসঙ্গে এদিন উত্তরপ্রদেশ মন্ত্রীসভা জাপান সরকারের সঙ্গে কয়েকটি মউ স্বাক্ষর করেছে। সে রাজ্যে মৎস চাষ এবং বন দপ্তরের কাজে সাহায্য করবে জাপান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SyNurV
October 31, 2018 at 02:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন