লাইনচ্যুত মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস, মৃত অন্তত ৭

নয়াদিল্লি, ১০ অক্টোবরঃ মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেসের ৯টি কোচ লাইনচ্যুত। দুর্ঘটনায় মৃত অন্ততপক্ষে ৭ জন। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বুধবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে রায়বেরিলির হরচন্দপুর স্টেশনের কাছে।

জানা গিয়েছে, ভুল ট্র্যাকে যাওয়ার জন্য লাইনচ্যুত হয়ে গেছে ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোর মধ্যে ইঞ্জিনও রয়েছে। স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করেছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। লখনউ ও বারাণসী থেকে এনডিআরএফ টিম সেখানে পৌঁছেছেন। উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএম, এসপি এবং স্বাস্থ্য দপ্তরকে। পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ করার কথাও বলা হয়েছে।  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pKVAAx

October 10, 2018 at 11:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top