১০ নম্বর জার্সিটি বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। ইতিহাস বলছে বিশ্বজুড়ে ১০ নম্বর জার্সিটিকে প্রথম বিখ্যাত করে তোলেন পেলে। এর যুগে যুগে ব্রাজিলের অনেক কিংবদন্তিই ১০ নম্বর গায়ে চাপিয়েছেন। রিভেলিনো, জিকো, রিভালদো, রোনালদিনহো, কাকা-তালিকাটা অনেক লম্বা। যে তালিকার সর্বশেষ সংযোজন নেইমার। কিন্তু মজার ব্যাপার হলো, নেইমারের মনে জাতীয় দলের বিখ্যাত ১০ নম্বর জার্সি পরার কোনো বাসনাই ছিল না! তার বরং পছন্দ ছির ৭ ও ১১ নম্বর। বিশেষ একজনের পরামর্শে গায়ে চাপান বিশেষ তাৎপর্যের ১০ নম্বর! বাইরের কেউ নন। ১০ নম্বর জার্সি পরার বিষয়ে পেছনের গল্পটা শোনালেন নেইমার নিজেই। পিএসজি তারকার ফুটবলার হিসেবে বেড়ে উঠা ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। সেখানে ক্যারিয়ারের শুরুর দিকে তিনি খেলতেন নিজের পছন্দের ৭ নম্বর জার্সি পরে। তবে ১১ নম্বর জার্সিটির প্রতিও বিশেষ দুর্বলতা ছিল তার। কিন্তু বিখ্যাত ১০ পরার কথা কখনো ভাবেনইনি। কেন? ১০ নম্বর জার্সিটির ভার বহন করতে না পারার ভয়ে! ক্যারিয়ারের শুরুতে তাই ব্রাজিল জাতীয় দলে ১১ নম্বর জার্সি পরে খেলেন নেইমার। তাকে প্রথম বারের মতো ১০ নম্বর জার্সি দেন কোচ লুই ফিলিপে স্কলারি। সেটা ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপের আগে। বিশ্বকাপের ওই প্রস্তুতি টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের মধ্যে নতুন করে জার্সি বণ্টন করেন কোচ স্কলারি। নেইমার তখনো কোচের কাছে ৭ বা ১১ নম্বর চেয়েছিলেন। কিন্তু বিশেষ একজন তাকে ১০ নম্বর পরার পরামর্শ দেন। সেই বিশেষ একজন হলেন তারই ক্লাব সতীর্থ দানি আলভেস। গণমাধ্যমকে নেইমার নিজেই শুনিয়েছেন সেই গল্প, কনফেডারেশনস কাপের আগে লুই ফেলিপে স্কলারি সবাইকে জার্সি বুঝিয়ে দিচ্ছিলেন। আমি তখনো বলেছিলাম ৭ বা ১০ নম্বরই পছন্দ আমার। তখন দানি আলভেস এগিয়ে এসে বলল, তুমি ১০ নম্বরের খেলোয়াড়। তুমি ১০ নম্বর পড়বে। এই জার্সিতেই তোমাকে স্বচ্ছন্দ হতে হবে। ব্যস, আলভেসের কথায় ভিজে যান নেইমার। কোচ স্কলারিও সানন্দে প্রিয় শিষ্যের পিঠে তুলে দেন ঐতিহ্য-মর্যাদার ভারি ১০। আর ১০ নম্বর জার্সি পরে প্রথম টুর্নামেন্টেই তিন দেশকে উপহার দেন কনফেডারেশনস কাপের শিরোপা। সেই থেকেই ব্রাজিল জাতীয় দলে ১০ নম্বর পরে খেলছেন নেইমার। তবে ক্লাব বার্সেলোনায় তিনি নিজের পছন্দের ১১ নম্বর পরেই খেলতেন। কিন্তু যেহেতু জাতীয় দলে ততদিনে ১০-এর বোঝা বহনে অভ্যস্ত হয়ে গেছেন, পিএসজিতেও তিনি তাই ১০ নম্বরই বেছে নিয়েছেন। এখন ১০ নম্বরই নেইমারের ব্র্যান্ড। ক্যারিয়ারের শুরুতে যে নেইমার ৭ নম্বর পরে খেলতেন, তার পেছনেও একটা গল্প আছে। সেই গল্পের নাম রবিনহো। ব্রাজিলের সাবেক এই তারকা ক্লাব-জাতীয় দল, দু জায়গাতেই ৭ নম্বর পরে খেলতেন। আর এই রবিনহোই ছিলেন নেইমারের ছোটবেলার আর্দশ। বড় হয়ে তিনিও তাই প্রিয় তারকার পছন্দের জার্সিটাই নিজের জন্য বেছে নেন। ক্যারিয়ারের শুরুর দিকের সেই গল্পটাও খুলে বলেছেন নেইমার, রবিনহো ছিলেন আমার আর্দশ। তিনি যেহেতু ৭ নম্বরে পরে খেলতেন, সান্তোসে তাই আমিও ৭ নম্বর পরে খেলতে চেয়েছিলাম। এবং তা পরাও শুরু করি। কিন্তু এরপর রবিনহো আবার সান্তোসে ফিরলে তাকে সম্মান জানিয়ে আমি ৭ নম্বর ছেড়ে দিই এবং ১১ নম্বর বেছে নিই। ১১ নম্বর আসলে ছিল আমার দ্বিতীয় পছন্দ। সময়ের স্রোতে সেই প্রথম-দ্বিতীয় পছন্দ ভেসে গিয়ে এখন তার পছন্দ একটাই-১০! যেটা পরার কথা তিনি কখনো ভাবেনইনি। নিয়তি এমনই। তথ্যসূত্র: পরিবর্তন এমইউ/০৩:০৩/১৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ev6kgn
October 18, 2018 at 09:02PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.