ঢাকা, ৬ অক্টোবরঃ অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি)-এ যাঁদের নাম থাকবে না, তাঁদের বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি এমনটাই আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কবে, কোথায় এই আশ্বাস দেওয়া হয়েছে, তা স্পষ্ট না করলেও হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দাবি, ‘প্রধানমন্ত্রী মোদি নিজে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন, অসমের এনআরসি তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের এখনই বাংলাদেশে ফেরত পাঠানো হবে না।’ অসমে এনআরসি নিয়ে যা চলছে, সেটা পুরোটাই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ১৯৪৭-এ হাইপ্রোফাইল নেতা সহ অসংখ্য মানুষ ভারতে চলে এসেছিলেন, তাঁদের এখন বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব নয়।’
অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণের চূড়ান্ত খসড়া প্রকাশিত হয় ৩১ জুলাই। তাতে প্রায় ৪০ লক্ষ লোকের নাম বাদ পড়েছে। চূড়ান্ত খসড়ার বিরুদ্ধে আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, বছরের শেষে বাংলাদেশের ভোট। তার আগে এনআরসি আতঙ্ক বাংলাদেশের চিন্তাও বাড়িয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QxI9iz
October 06, 2018 at 01:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন